Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়ন সমাজসেবা অফিস

(ক) )ক্ষুদ্রঋন সেবাঃ-বিভিন্ন প্রকল্প গ্রামে লক্ষভুক্ত দরিদ্র জনগোষ্টির মধ্যে আয়বর্ধক ক্ষুদ্রঋন বিতরন করা হয় । যা্হা একটি গ্রামে গ্রাম কমিটি গঠন,দল গঠন এবং ঐ দলের সদস্য হতে হবে ।তারপর উপজেলা সমাজসেবা কার্যালয় হতে নিদিষ্ট ঋন পাইবার আবেদন ফরম সংগ্রহ করে উপজেলা সমাজসেবা অফিসার বরাবর গ্রাম কমিটির রেজুলেশনের মাধ্যমে সুপারিশ সহ আবেদন করিলে ঋন সেবা পেতে পারেন। যাহা ১০% সার্ভিস চার্জ সহ ফেরৎ যোগ্য ।

(খ)ক্ষুদ্রঋন সেবা (প্রতিবন্ধী)ঃ- সিভিল সার্জন দ্বারা পরীক্ষিত কোন দরিদ্র প্রতিবন্ধী ঋন সেবা পেতে পারবেন , উপজেলা সমাজসেবা কার্যালয় হইতে আয়বর্ধক ঋন পাইবার আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করিলে ঋন সেবা পেতে পারেন । যাহা ৫% সার্ভিস চার্জ সহ ফেরৎ যোগ্য।

ভাতা কার্যক্রম সেবা :

(ক) বয়স্ক ভাতাঃ- সর্ব নিম্ম ৬৫(পয়ষট্টি)বছর বয়স হলে, অসহায় দরিদ্র পুরুষ/মহিলাদের মাঝে বয়স্ক ভাতা প্রদান করা হয়। যাহা প্রতিটি ইউনিয়নে প্রথমে ওয়ার্ড কমিটি দ্বারা বাছাই এবং তাহা পি,আই,সি সভায় অনুমোদনের পর ভাতা প্রদান করা হয় ।

(খ) বিধবা ভাতাঃ- বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ অসহায় দরিদ্র মহিলাদের মাঝে বিধবা ভাতা প্রদান করা হয় । যাহা প্রতিটি ইউনিয়নে প্রথমে ওয়ার্ড কমিটি দ্বারা বাছাই এবং তাহা পি,আই,সি সভায় অনুমোদনের পর ভাতা প্রদান করা হয়।

(গ)প্রতিবন্ধী ভাতাঃ-  প্রতিবন্ধী  দুঃস্থ অসহায় দরিদ্রদের মাঝে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়  যাহা প্রতিটি ইউনিয়নে প্রথমে ওয়ার্ড কমিটি দ্বারা বাছাই এবং তাহা পি,আই,সি অনুমোদনের পর ভাতা প্রদান করা হয় ।

(ঘ) মুক্তিযোদ্ধা সম্মানী ভাতাঃ- উপজেলা সমাজসেবা কার্যালয় হইতে নদিষ্ট ভাতা আবেদন ফরম সংগ্রহ করে উপজেলা সমাজসেবা অফিসার বরাবর আবেদন করতে হবে । যাহা উপজেলা পি, আই, সি সভায় অনুমোদন করার পর উক্ত রেজুলেশন জেলা প্রশাসকের সম্বনয় সভায় পাশ করার পর ভাতা পেতে পারেন । বর্তমানে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে বিতরণ করা হয়।

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান :

স্বেচ্ছাসেবী প্রতিষ্টান সমূহকে নিবন্ধন প্রদান করি । এবং নিবন্ধন কৃত সংস্থাদের  বিভিন্ন সামাজিক কার্যক্রম বাস্তবায়নের জন্য অফেরত যোগ্য ক্যাপিটেশন গ্রান্ট   প্রদান করা হয়।

বেসরকারী এতিম খানাঃ-

বেসরকারী এতিমখানা সমূহকে নিবন্ধন প্রদান করা হয় এবং পিতৃ মাতৃহীন    অসহায় ছেলে মেয়েদের লেখাপড়া ও  ভোরণ পোষন সহ স্বাবলম্বী করার   লক্ষে সরকার কর্ত্তৃক বেসরকারী ক্যাপিটেশন গ্রান্ট প্রদান করা হয়।

বয়স্ক শিক্ষাঃ-

উপজেলার বিভিন্ন গ্রামে গণ মিলনায়তন কেন্দ্র আছে ঐ কেন্দ্র এলাকার বয়স্ক পুরুষদের একত্রিত করে আমাদের কর্মী দ্বারা স্বাক্ষর জ্ঞান প্রদান করা হয়।        

বৃক্ষরোপনঃ-

সমাজসেবা বিভাগ দ্বারা পরিচালিত নিবন্ধন কৃত স্বেচ্ছাসেবী প্রতিষ্টানের যুবকদের     মাধ্যমে প্রতিবছর বর্ষাকালীন সময়ে বৃক্ষ রোপন করা হয়।

পরিবার পরিকল্পনাঃ-

অত্র উপজেলায় ৩০টি মাতৃকেন্দ্র আছে, প্রতিটি কেন্দ্র -২০থেকে-৩০জন করে সদস্যা আছে। তাহাদের সপ্তাহে ১দিন করে পরিবার পরিকল্পনা বিষয়ে জ্ঞান দান করা হয়।

নারী ও শিশু পাচার রোধ কার্যক্রমঃ-

শ্যামনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ে অধীন উপজেলার ১১৯টি গ্রাম কমিটি       আছে, উক্ত গ্রাম কমিটির মাধ্যমে নারী ও শিশু পাচার রোধ সর্ম্পকে এলাকার   জনগোষ্টীকে জ্ঞান দান করা হয়।

যৌতুক বিরোধী কার্যক্রমঃ-

সমাজসেবা বিভাগ দ্বারা পরিচালিত বিভিন্ন গ্রামে গ্রাম কমিটি ও মাতৃ কেন্দ্র   আছে। ঐ সকল কেন্দ্রে এলাকার জন গোষ্ঠীকে একত্রিত করে যৌতুক    বিরোধী কার্যক্রম সম্প©র্ক জনগনকে উদ্ভুদ্ধ করা হয়।

কারারুদ্ধ শিশু কিশোর মুক্তি দেওয়া কার্যক্রমঃ-

১৮ বছর বয়সে যে সকল কিশোর/কিশোরী কোন না কোন কেসে পড়ে সাজা প্রাপ্ত    হয়ে কারারুদ্ধ হলে তাদের কে জামিনে মুক্ত করে কিশোর সংশোধনী      প্রকল্পে ভর্তি    করে তাদের লেখাপড়া কারিগরী প্রশিক্ষন দেওয়া হয়।       

 

ক্রমিক নং

সেবাসমূহের নাম

কাদের সেবা দেওয়া হয়

কিভাবে সেবা দেওয়া হয়

সেবার সময়

কে কে সেবা প্রদান করেন

ক্ষুদ্র ঋণ

অতি দরীদ্রদের মধ্যে

 

 

 

 

 

১। গ্রাম বাছাই

২।গ্রাম জরিপের মাধ্যমে দরীদ্র শ্রেণী সানাক্তকরণ

৩।সুবিধাভোগীদের দ্বারা দল ও গ্রাম কমিটি গঠন

৪। ঋণ প্রদানে রেজুলেশন সহকারে গ্রাম কমিটির প্রস্তাব

৫।সমাজসেবা কর্মকর্তা কর্তৃক প্রাথমিক অনুমোদন

৬।উপজেলা পরিষদ কর্তৃক চূড়ান্ত অনুমোদন

৩দিন

৭ দিন

৭দিন

৭ দিন

৩দিন

৭দিন

ইউনিয়ন সমাজ কর্মী/উপজেলা সমাজসেবা কর্মকর্তা/দলনেতা

ইউনিয়ন কমিটির সভাপতি/পরিষদ সদস্য/পরিষদ চেয়ারম্যান/

সমবায় সমিতির সচিব/উপজেলা নির্বাহী অফিসার/উপজেলা চেয়ারম্যান।

 

 

এসিডদগ্ধ ও শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে

 

১।ইউনিয়ন পরিষদ কর্তৃক সুপারিশ

২। ইউনিয়ন সমাজ কর্মী কর্তৃক যাচাইকরণ

৩।উপজেলা সমাজসেবা কর্মকর্তা কর্তৃক প্রাথমিক অনুমোদন

৪।উপজেলা সমাজসেবা বাস্তবায়ন কমিটি কর্তৃক চূড়ান্ত অনুমোদন

৫ দিন

৫দিন

৩ দিন

৫দিন

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহের মধ্যে

১। প্রতিষ্ঠান কর্তৃক আবেদন

২।উপজেলা সমাজকল্যান  পরিষদ কর্তৃক চূড়ান্ত অনুমোদন

৭দিন

৭ দিন

আশ্রয়নবসসীদের মধ্যে

১। আবেদন

২।আশ্রয়ন সমবায় সমিতি কর্তৃক সুপারিশ

৩।উপজেলা আশ্রয়ন কমিটি কর্তৃক চূড়ান্ত অনুমোদন

৭দিন

৭দিন

৭দিন

বয়স্ক ভাতা

৬৫ বৎসরের উর্দ্ধে দরীদ্র ব্যক্তিদের মধ্যে মাসিক হারে ভাতা প্রদান

১। ওয়ার্ড কমিটির রেজুলেসন সহকারে প্রস্তাবের উপর ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন

২। উপজেলা কমিটি কর্তৃক চূড়ান্ত অনুমোদন

৩। বই ও ডি-হাফ প্রস্ত্ততকতরণ সাপেক্ষে ভাতার তালিকায় নাম     অন্তর্ভূক্তকরণ

৭দিন

 

৭ দিন

৩দিন হইতে ১মাস

ইউনিয়ন পরিষদ সদস্য ও ইউনিয়ন সমাজ কর্মী

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা

বিধবা ও স্বামী পরিত্যাক্তা দুঃস্থ মহিলাদের ভাতা কার্যক্রম

বিধবা ও স্বামী পরিত্যাক্তা দুঃস্থ মহিলাদের মধ্যে মাসেক হারে ভাতা প্রদান

                                        -ঐ-

       -ঐ-

                          -ঐ-

অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা

অসহায় ও গুরুতর প্রতিবন্ধীদের মধ্যে মাসিক হারে ভাতা প্রদান

১।উপজেলা কমিটি কর্তৃক ইউনিয়ন ভিত্তিক উন্মুক্ত স্থানে  প্রতিবন্ধী বাছাই সম্পন্নকরণ।

২। বই ও ডি-হাফ প্রস্ত্ততকরণ এবং ভাতার তালিকায় নাম অন্তর্ভূক্তকরণ

সরকারী বরাদ্দ প্রাপ্ত সাপেক্ষে

-ঐ-

উপজেলা সমাজসেবা কর্মকর্তা,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির অন্যান্য কর্মকর্তা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা।

প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি

স্তর ভিত্তিক প্রতিষ্ঠানিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাসিক হারে উপবৃত্তি প্রদান

১।উপজেলা কমিটি কর্তৃক উন্মুক্ত স্থানে শিক্ষার্থী  প্রতিবন্ধী বাছাই সম্পন্নকরণ।

২। ভাতার তালিকায় নাম অন্তর্ভূক্তকরণ

১৫ দিন

 

৭ দিন

উপজেলা সমাজসেবা কর্মকর্তা,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির অন্যান্য কর্মকর্তা।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা

উপার্জন ও কর্মক্ষমতাহীন বয়স্ক মুক্তিযোদ্ধাদের মধ্যে মাসিক ভাতা প্রদান

আবেদন

১। উপজেলা কমান্ড কাউনি্সল কর্তৃক সুপারিশ প্রদান

২।উপজেলা কমিটি কর্তৃক প্রাথমিক অনুমোদন

৩। জেলা কমিটি কর্তৃক চূড়ান্ত অনুমোদন

৪। পাশ বহি ও ডি-হাফ প্রস্ত্ততকরণ

 

১৫ দিন

৭ দিন

৭দিন

৭ দিন

 

উপজেলা কমান্ডার

 উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা

জেলা প্রশাসক,উপ-পরিচালক( জেলা সমাজসেবা ) ও অন্যা্ন্য কর্মকর্তা

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের

নিবন্ধনে সহায়তা প্রদান

উপ-পরিচালক কর্তৃক চাহিত সংস্থার বিভিন্ন দিক সম্পির্কিত তদন্ত প্রতিবেদন জেলায় প্রেরণ।

কর্মকর্তা কর্তৃক সরজমিনে সংস্থা পরিদর্শন

৭ দিন

উপজেলা সমাজসেবা কর্মকর্তা

বে-সরকারী এতিমখানা

নিবন্ধনে সহায়তা প্রদান

-ঐ-

-ঐ-

-ঐ-

-ঐ-

 নিবন্ধিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও এতিমখানার

কমিটি অনুমোদনে সহায়তা

 

সংস্থার কমিটি গঠনকালীন সময়ে সমাজসেবার প্রতিনিধি প্রেরণ

 

 

জেলা কার্যালয়ে সুপারিশ সহকারে প্রস্তাবিত কমিটি অনুমোদনের জন্য প্রেরণ

-ঐ-

-ঐ-

১০স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পরিদর্শন ও বাৎসরিক অডিট নিস্পন্ন করাউপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সংশ্লিষ্ট  অন্যান্য কর্মচারী । আর্থিক বৎসর শেষে   
১১প্রবেশন কার্যক্রমনির্দ্দিষ্ট কিছু ধারায় সংগঠিত প্রথম অপরাধীদের অপরাধের ক্ষেত্রে তাকে প্রদত্ত সাজা সাময়িকভাবে মুলতবী রেখে তাকে সমাজসেবা কর্মকর্তার অধীনে এনে সংশোধনের ব্যবস্থা গ্রহন করা এবং ১৮ বৎসর পর্যন্ত শিশু বা কিশোরদের অপরাধের ক্ষেত্রে তাদের প্রচলিত  আদালতে বিচার এবং অপরাধের জন্য জেলহাজতে প্রেরণ না করে বিশেষ আদালতে বিচারের মাধ্যমে শিশু কিশোর সংশোধন এবং উন্নয়ন কেন্দ্রে প্রেরণ করা।শিশু আইনের আটক হলে গুরুতর অগরাধ ব্যতীত অন্যান্য অপরাধের জন্য তাকে হাজতে প্রেরণ না করে প্রবেশন কর্মকর্তার হেফাজতে নেওয়া।  

উপজেলা সমাজসেবা কর্মকর্তা,

প্রবেশন কর্মকর্তা,

অফিসার-ইন-চার্জ

বিচারক

বিশেষ আদালত

১২

 

 

 

 

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের

অনুদান প্রদান

জাতীয় সমাজ কল্যাণ পরিষদের

 নির্বাচিত কিছু স্বেচ্ছাসেবী

 প্রতিষ্ঠানকে উৎসাহমূলক

 অনুদান  প্রদান

কমিটি ও অডিট আপটুডেট করন সহ আবেদন পত্র জমা দান

 

উপজেলা সমাজকল্যাণ পরিষদ কর্তৃক আবেদন প্রাথমিক অনুমোদন

 

জেলা সমা্জ কল্যাণ পরিষদ কর্তৃক চুড়ান্ত অনুমোদন

 

 

 

 

৭ দিন

 

৭ দিন

 

১৫ দিন

 

 

উপজেলা সমাজসেবা অফিসার্

 

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার

 

জেলা প্রশাসক ও উপ-পরিচালক,জেলা সমাজসেবা কার্যালয়

 

 

 

১৩

রেজিষ্টাড প্রাপ্ত এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ড প্রাপ্তিতে সহায়তাকরন

রেজিষ্ট্রেশনপ্রাপ্ত  বে-সরকারী এতিমখানায় বসাবসরত এতিমদের  মধ্যে ৫০% এতিমকে মাথাপিছু মাসিক ১০০০/=টাকা হারে বরাদ্দ প্রদান এবং তাহা বিলের মাধ্যমেএতিমখানায় চেক প্রদান

অর্থ বছরের শুরুতে এতিমখানায় বসাবসরত এতিমদের তথ্য জেলার মাধ্যমে অধিদপ্তরে প্রেরণ

৭ দিন

উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার এবং

উপজেলা হিসাবরক্ষণ অফিসার।

১৪

সরকারী শিশুপরিবারে শিশু ভর্তিকরণে সহায়তা প্রদান

১৮ প্রদান বছর বয়স পর্যমত্ম এতিম শিশুদের ফ্রি থাকা ,খাওয়া  লেখাপড়াসহ পুনর্বাসনে ব্যবস্থাকরণ

এতিমভর্তির আবেদন পত্র সমাজসেবা অফিসার কর্তক সুপারিশ সহ জেলায় প্রেরণ

শিশু পরিবারে ব্যবস্থাপনা

৭ দিন

 

 

এতিম ভর্তির নির্ধারিত দিন প

উপজেলা সমাজসেবা অফিসার

 

 

 জেলা প্রশাসক ও উপ-তত্ত্বাবধায়ক

১৫

প্রতিবন্ধী ব্যক্তিদের সনদ প্রদানে

সহায়তা প্রদান

প্রতিবন্ধী ব্যক্তিগন প্রতিবন্ধী সনদের মাধ্যমেচাকুরীতে প্রবেশের অগ্রাধীকার সহ বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন

আবেদন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কর্তৃক তাহার নিবন্ধন নম্বরসহ সনদ প্রদানে সুপারিশকরন

সিভিল সার্জন কর্তৃক প্রতিবন্ধীর ধরণ নির্ধারন

জেলার উপ-পরিচালক কর্তৃক সনদ প্রদান

১ দিন

 

৭ দিন

৭ দিন

উপজেলা সমাজসেবা অফিসার

 

সিভিল সার্জন

উপ-পরিচালক

১৬

মাদকদ্রব্য সেবন বিরোধী অভিযান, নারী ও শিশু পাচার প্রতিরোধ,যৌতুক বিরোধী কার্যক্রমে উদ্বুদ্ধকরন, স্বাস্থ্যসন্মত ল্যাট্রিন ব্যবহারে উদ্বুদ্ধকরন,বিশুদ্ধ পানীয় জল গ্রহনে উদ্বুদ্ধকরণ,নিয়মিত সাবান দিয়ে হসত্ম ধৌত সহ পরিস্কার পরিচ্ছন্নতায় উদ্বুদ্ধকরন

 

 

 

ইউনিয়ন সমাজ কর্মী

দলীয় নেতা

ইউনিয়ন কমিটির সভাপতি/সেক্রেটারী

সুপারভাইজার

উপজেলা সমাজসেবা অফিসার

 

১৭

গ্রাম জরিপ

 

প্রতিবন্ধী জরিপ

 

 

প্রতিবন্ধী শিক্ষার্থী জরিপ

 

 

এসিডে ক্ষতিগ্রস্থ জরিপ

 

 

গ্রাম জরিপের মাধ্যমে ধনী,মধ্যবিত্ত এবং গরীব শ্রেণী চি‎‎হ্নত করণ

প্রতিবন্ধী জরিপের মাধ্যমে উপজেলায় মোট প্রতিবন্ধীর সংখ্যা নির্ধারণ ও রেজিষ্টারে অমত্মভর্হক্তকরণ

স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষারত শিক্ষার্থীদের চি‎‎‎হ্নত করে রেজিষ্টারে অন্তর্ভূক্তকরণ

ক্ষতিগ্রস্থদের জরিপের মাধ্যমে রেজিষ্টারে অন্তর্ভূক্তকরণ

 

 

ইউনিয়ন সমাজ কর্মী

১৮

বিদ্যালয়ঃ-

ক) অন্ধ স্কুল

খ) মুক ও বধির স্কুল

অন্ধ,বোবা, কালাদের বিশেষ  পদ্ধতিতে শিক্ষাদান, ফ্রি থাকা, খাওয়া এবং পুনর্বাসনে সহায়তা

 

 

 

১৯

প্রতিষ্ঠানঃ-

১। মহিলাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্র

২। সামাজিক প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র

৩।  দুঃস্থ ও ভবঘুরে কিশোর কিশোরীদের প্রশিক্ষণ ও পুনর্বাসন বেন্দ্র

৪। শিশু বিকাশ কেন্দ্র

৫। বৃদ্ধদের শামিত্ম নিবাস কেন্দ্র

৬। সেভ হোম

৭। শিশুদের  দিবা যত্ন কেন্দ্র

সাধারণ ও গরীব মহিলা,সামাজিক প্রতিবন্ধী মহিলা (পতিতা), পাচারকৃত মহিলা, দুঃস্থ ও ভবঘুরে কিশোর কিশোরী, বয়োবৃদ্ধ, শিশু এদের স্বার্থে সঙ্গতিপূর্ণ প্রতিষ্ঠানে ভর্তি করে পুনর্বাসনের ব্যবস্থায় সহায়তাকরন

 

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা